ঘিওরে জমি অধিগ্রহনের টাকা না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

মোঃ শরিফুল ইসলাম,পিবিএ,মানিকগঞ্জ: জেলার ঘিওরে পুরাতন ধলেশ্বরী নদীর উত্তর পার্শ্বের রাস্তা নির্মাণ কাজের জমি অধিগ্রহনের টাকা পরিশোধের দাবিতে জমির মালিকসহ এলাকাবাসী মানববন্ধন করে রাস্তার তার কাজ বন্ধ করে দেয়।

শুক্রবার ( ১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় নির্মাণাধীন সড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

জানা গেছে, ঘিওর- দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পুরাতন ধলেশ্বরী নদীর উপর সাড়ে আটত্রিশ কোটি টাকা ব্যয়ে গত বছরে এই রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজটি পায়। কিন্তু এলাকার ২০ জন কৃষকের প্রায় ৪ একর জমি অধিগ্রহণ করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও জমির টাকা না পেয়ে তারা মানববন্ধন করে রাস্তার কাজ বন্ধ করে দেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মোঃমশিউর রহমান রশীদ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদউল্লাহ খান রঞ্জু, কৃষক আতিকুল ইসলাম, রেজাউলকরিম রেজু, মোঃ মোকলেছুর রহমান ও মোঃ একলাছউদ্দিন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী জানান, আমি ঘটনা স্থলে পরিদর্শন করে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আগামী ২ সপ্তাহে মধ্যে জমির মালিকরা তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবে। গাইড ওয়াল নির্মাণে নিন্মমানের মালামাল দিয়ে ব্লক নির্মাণের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

পিবিএ/এসআই/জেডআই

আরও পড়ুন...