পিবিএ,মানিকগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জয়ের পর এবার পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে বিরামহীন প্রচারণা চালাচ্ছে ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ঘিওর উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব ।
এরই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারনার অংশহিসেবে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়টিয়ায় ইউনিয়ন আ’লীগ আয়োজিত এক বিষেশ বর্ধিত সভায় যোগদেন। এসময় বড়টিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ সায়েদুর রহমান সাঈদ এর সভাপতিত্বে অন্যানের আরও উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন আব্দুল আলিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ভিপি শামীম, ইশতিয়াক আহাম্মেদ শামীম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম আজাদ দুলাল ,বড়টিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রওশন সাংগঠনিক, আব্দুল গনিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ, আলোচনা সভা করছেন ।
পিবিএ/এমএসই/এমএসএম