শরিফুল ইসলাম,মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রাঙ্গণের বিভিন্ন উন্নয়নমূলক সৌন্দর্যবর্ধনের কাজের শুভ উদ্বোধন করলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস । শুক্রবার দুপুরে ঘিওর উপজেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ, বাসভবন আধুনিকায়নে সৌন্দর্য বর্ধনের কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপ-সচিব) ফৌজিয়া খান, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাজ্জাকুর রহমান, সমাজসেবা অফিসার আব্দুল মান্নান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা ,ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সিকদার, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন । এরপর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুজিব বর্ষ উপলক্ষে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-৩ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে এবং ১শত ৫০ টি দুস্থ অসহায় পরিবারের মাঝে করোনার স্বাস্থ্যসুরক্ষা হিসেবে প্রত্যেকের মাঝে ৩ টি করে সার্জিক্যাল মারকস, ২ টি করে সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
পিবিএ/এসডি