ঘুরতে গিয়ে করোনা হলে ৩ হাজার ডলার পুরষ্কার

পিবিএ,ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘ লকডাউনের পর পর্যটনের জন্য ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে বিশ্ব। পর্যটকদের আকৃষ্ট করতে প্রতিটি দেশ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে কিছু আয়োজন চমক লাগান।

উজবেকিস্তান পর্যটকদের আকর্ষণ করতে ব্যতিক্রম সুযোগ দিচ্ছে। দেশটিতে ভ্রমণের সময় যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়, তাহলে তিনি পাবেন তিন হাজার ডলার (২ লাখ ৬০ হাজার টাকা)।

পর্যটক টানতে সম্প্রতি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজায়োইয়েভ অভিনব এ পুরস্কারের ঘোষণা করেছেন। উজবেক সরকার আত্মবিশ্বাসী, বেড়াতে এসে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হবে না।

তাই এমন বড় অঙ্কের অফার দিচ্ছে। খবর টেলিগ্রাফের। উজবেকিস্তান ইতোমধ্যে ‘সেফ ট্রাভেল গ্যারান্টিড’ (নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা) শীর্ষক প্রচারণা শুরু করেছে।

মূলত এর আওতায় কোনো বিদেশি ভ্রমণকালে কোভিড-১৯ রোগে ভুগলে তিন হাজার ডলার দেয়া হবে। গত ২৩ জুন উজবেকিস্তানের প্রেসিডেন্ট এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন।

চিকিৎসা ব্যয়ের কথা ভেবে টাকার অঙ্ক নির্ধারণ করেছে উজবেক সরকার। সেখানে করোনা রোগীদের চিকিৎসা করাতে তিন হাজার ডলার লাগে। যুক্তরাজ্যে উজবেকিস্তানের পর্যটন দূত সোফি ইবোটসন বলেন, ‘উজবেকিস্তানে ভ্রমণের ব্যাপারে আমরা পর্যটকদের আশ্বস্ত করতে চাই।

সরকার আত্মবিশ্বাসী, পর্যটন খাতে কার্যকর হওয়া নতুন সুরক্ষা ও স্বাস্থ্যবিধির সুবাদে করোনা ঝুঁকি এড়ানো যাবে। তাই প্রেসিডেন্ট কথা দিয়েছেন, কেউ কোভিড-১৯ রোগে ভুগলে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে।’ তবে এ সুবিধা পেতে কয়েকটি শর্তও জুড়ে দেয়া হয়েছে।

তিন হাজার ডলার পেতে অবশ্যই উজবেকিস্তানের স্থানীয় ট্যুর গাইড নিয়ে ভ্রমণ করতে হবে। গাইড, হোটেল ও পর্যটন স্পটগুলোর স্থানীয় সরকারের কাছ থেকে পাওয়া সনদ থাকতে হবে। সামাজিক দূরত্বসহ সব ধরনের সুরক্ষা ব্যবস্থা মেনে চলার কথা উল্লেখ থাকবে এতে।

কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি না মানলে কিংবা জীবাণু সংক্রমণের উৎস প্রমাণিত হলে পর্যটকদের চিকিৎসা ব্যয় বহন করতে হবে তাদের। উজবেকিস্তান শুধু কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর পর্যটকদের বেড়ানোর সুযোগ দিচ্ছে। এর মধ্যে আছে চীন, ইসরাইল, জাপান ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাজ্য ও ইউরোপ থেকে যাওয়া সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

গত মার্চের মাঝামাঝিতে লকডাউনে গিয়েছিল উজবেকিস্তান। বিশ্বে সবচেয়ে কম করোনা আক্রান্ত দেশগুলোর অন্যতম এটি। তিন কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ৮ হাজার ৩১ জন। মারা গেছেন ২২ জন।

নানা নকশার টাইলসসমৃদ্ধ সিল্ক রোড স্থাপত্যের জন্য উজবেকিস্তান বিখ্যাত। গত কয়েক বছরে সেখানে পর্যটক সমাগম বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর মূল কৃতিত্ব ৮০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য ভিসামুক্ত পদ্ধতি।
পিবিএ/এএম

আরও পড়ুন...