ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোর নিহত

dead-body
প্রতীকী ছবি

পিবিএ,মেহেরপুর: ঘুড়ি উড়াতে গিয়ে ঘরের ছাদ থেকে পড়ে সম্রাট হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সম্রাট মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের লিপ্টন আলীর ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শিশু সম্রাটকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায়।
সম্রাটের বাবা লিপ্টন আলী জানান,সম্রাটের মা বেদেনা খাতুন কর্মের সুবাদে কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুত অফিসে চারকী করে। এবং মিরপুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। শুক্রবার বিকেলে দিকে আমার ছেলে সম্রাট ঘরের ছাদের উপর দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছিল। অসাবধানবশত সে ঘরের ছাদ থেকে মাটিতে পড়ে গুরুতর ভাবে আহত হয়। তাকে উদ্ধার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। ঢাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে আজ শনিবার শিশু সম্রাটকে নিজ গ্রাম সহবাড়িয়া জানাজা শেষে স্থানীয় গোরস্থান ময়দানে দাফন করা হবে।

পিবিএ/সাহাজুল সাজু/এসডি

আরও পড়ুন...