উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। একই সাথে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকেও কখনো ভারী কিংবা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। তাই পর্যটকরা যেন উত্তাল সমুদ্রে নামতে না পারে, এজন্য সৈকতে গুরুত্বপূর্ণ পয়েন্টে টহলসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যদের মাইকিং করতে দেখা গেছে। দিনভর এমন তৎপরতায় আগত বেশিরভাগ পর্যটকরা হোটেল মোটেলে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওয়নের দায়িত্বরত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে যেহেতু সাগর উত্তাল হয়ে উঠেছে, তাই ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকেই পর্যটকরা যেন উত্তাল সমুদ্রে নামতে না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। তবে সন্ধ্যার পর পরই বেশির ভাগ পর্যটকই হোটেল মোটেলে অবস্থান নিয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।