ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে কুড়িগ্রামে বৃষ্টিপাত

পিবিএ,কুড়িগ্রাম: ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে কুড়িগ্রামে শুক্রবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। কখনও হালকা, মাঝারি এবং কখনও ভারী বৃষ্টিপাত হয়েছে। জেলার রাজারহাটে অবস্থিত কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, ভোর সোয়া ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সময়ে ৬২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই মৌসুমে জেলায় এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত।

ফণী
ফণী’র প্রভাবে কুড়িগ্রামে বৃষ্টিপাত

সকাল ১০টার পর বৃষ্টিপাত বন্ধ হলেও কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ক্রমেই বাড়ছে বাতাসের গতিবেগ। এদিকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ এবং কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে সতর্কবার্তা প্রচার করা করা হয়েছে, মাইকিং করা হয়েছে, করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা.এস এম আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে জরুরি সভা করা হয়েছে। সেইসঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ২৩টি মেডিকেল টিমকে প্রয়োজনীয় ওষুধপত্রসহ প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সকল পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো প্রস্তুত রয়েছেন।

পিবিএ/এমআইবি/আরআই

আরও পড়ুন...