মেজবাহুল হিমেল,রংপুর: নগরীর ঐতিহ্যবাহি চওড়ারহাটের সুন্দর পরিবেশ নিশ্চিতকরণসহ উন্নয়নকল্পে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে রংপুর সিটি কর্পোরেশন’র (রসিক) প্যানেল মেয়র মাহমুদার রহমান টিটু। তিনি বলেছেন, ‘সম্প্রতি রসিকের মাসিক সভায় চওড়ারহাটের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই হাটের পাশে উন্নতমানের ডাস্টবিন স্থাপন করা হয়েছে। রাস্তার কাজ চলছে। এখানকার ঐতিহ্য ও সুন্দর পরিবেশ ধরে রাখতে চওড়ারহাটকে ঢেলে সাজানো হবে। কোনো অবৈধ দখলদারকে আর ছাড় দেয়া হবে না। উচ্ছেদ হবে।
উন্নয়নের স্বার্থে যা করা দরকার, তাই করা হবে।
বুধবার রাতে চওড়ারহাট বাজারে বহিরাগত সন্ত্রাসীদের অত্যাচার ও চক্রান্ত রোধ এবং চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্যানেল মেয়র মাহমুদার রহমান টিটু এসব কথা জানান।
তিনি বলেন, ‘প্রত্যেকটা প্রতিষ্ঠান ও চেয়ারের একটা মর্যাদা রয়েছে। আমরা জনগণের প্রতিনিধি, আপনাদের ভোটে নির্বাচিত। আমাদের সম্মান মানে আপনাদেরই সম্মান। এই সম্মান আমার বা আমাদের কারো একার নয়। এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়।
এসময় তিনি আরও বলেন, ‘আমাদের (কাউন্সিলরদের) যদি কোনো দোষ থাকে। আমরা কোনো অন্যায় করলে আমাদের অভিভাবক মেয়র মহোদয়কে জানাবেন। এসবের তো একটা সিস্টেম আছে। কিন্তু হঠাৎ করে কারো নামে মিথ্যা অপবাদ দিবেন, প্রতিবাদ করবেন, মানববন্ধন করবেন। এটা করা মানে তো জনগণের বিরুদ্ধে দাঁড়ানো। কারণ আমরা তো জনগণের প্রতিনিধি।
চওড়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলম মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহফুজার রহমান মাফু।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রসিকের ২০ নম্বর ওয়ার্ড তৌহিদুল রহমান, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান তরু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাগর হোসেন, স্থানীয় ব্যবসায়ী একরামুল হক, আলতাবুল ইসলাম মুন্না প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে রসিক কাউন্সিলর হারাধন চন্দ্র রায়ের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রত্যাহার ও যড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবি জানান।
পিবিএ/এসডি