পিবিএ,ঢাকা: ঢাকার চকবাজারের ভয়াবহ আগুনে সর্বশেষ খবর অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জন। এই সংখ্যা আরো বাড়তে পারে। ক্ষতিগ্রস্তদের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । এছাড়া ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) আজিমপুর কবরস্তানে ভাষা শহীদদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী।
ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
পিবিএ/বাখ