পিবিএ,ঢামেক: চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত অবস্থায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি দগ্ধদের স্বশরীরে দেখে ও তাদের চিকিৎসা সহ সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সন্ধ্যায় বার্ণ ইউনিটে এসে রোগীদের সাথে কথা বলেন তিনি। তাদের দেখে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত এবং নারী ও শিশু সহ ৫০ জনেরও বেশি দগ্ধ ও আহত হয়েছে। এটি একটি হৃদয়বিদারক দৃশ্য। কয়েকজন অনেক খারাপ অবস্থা। এই ধরনের দুর্ঘটনা বিশেষ করে পুরান ঢাকায় প্রায় সময়ই ঘটছে। সরকারের পক্ষে থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পুরান ঢাকার সব কেমিক্যাল কারখানাগুলো সড়িয়ে ফেলা হবে এবং রাস্তাঘাট বড় করা হবে। তবে এরকম কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তার ফলে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে।
তিনি আরো বলেন, সরকারের মন্ত্রীরা অনেক কথা বলছেন প্রায় সময়ই। কিন্তু যে কাজগুলো তাদের করা দরকার সেগুলো কিছুই করছেন না। আমরা লক্ষ্য করছি যে, দায়িত্বহীনতা এত বেড়ে গেছে, কারো কোনো জবাবদিহিতা নেই। আমাদের দল অত্যন্ত প্রতিকূল অবস্থায় আছে। তারপরও আমরা আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং তাদের সাহায্য করার চেষ্টা করবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য যেনো উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়।
এক রোগীর উদাহরণ তুলে তিনি বলেন, এরা সবাই নিম্নআয়ের মানুষ। একজনের সাথে কথা বললাম যিনি দোকানে চাকরি করেন। বাড়ি ফরিদপুর। তার স্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। এই পরিবার কিভাবে চলবে। এজন্য তাদেরকে প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার অবশ্যই জরুরী।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা।
পিবিএ/এমএসএম