চকবাজারে আগুনে নোয়াখালীতে শোকের মাতম

chok-bazar-tragedi-picপিবিএ,নোয়াখালী: ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে শোকের মাতম। এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোর থেকেই হতাহতের খবর আসতে থাকে গ্রামের বাড়িতে। এর পর শোকে মুহ্যমান পুরো ইউনিয়ন। স্বজনদের আহাজারি ভারী হচ্ছে গ্রামের পরিবেশ। কেউ কেউ স্বজনদের এখনো সন্ধানই পাচ্ছেন না, তারা বেঁচে আছেন কি মরে গেছেন তাও জানা নেই অনেকের।

নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের খাসের বাড়িতে একই পরিবারের দুই সহোদর মাসুদ রানা ও রাজুর মৃত্যু হয়েছে। নিহতদের এক চাচা ঢাকা মেডিকেলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তবে তারা সকলে ঢাকায় অবস্থান করেন। গ্রামের বাড়িতে রয়েছে নিহতের এক চাচা। তিনি জানান, মৃতদেহের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে রাতেই নিহতদের বাড়িতে আনার সম্ভাবনা রয়েছে।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন স্বপন জানান, বটতলি গ্রামের সাহাদাত হোসেন হিরা, মির্জা নগরের আনোয়ার হোসেন মঞ্জু, নাছির উদ্দিনের খবর পাওয়া গেছে।
এছাড়া আলী হোসেন ও হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, রাবগাঁও ইউনিয়নের কৃষ্মপুর গ্রামের আনোয়ার হোসেনের মৃত্যু নিশ্চিত করেছে স্বজনরা তাদের স্বজননা।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, শুধু নাটেশ্বর ইউনিয়নের সহ¯্রাধিক মানুষ ঢাকার চক বাজারে ব্যবসা করছেন। উক্ত ঘটনায় হতাহতের সংখ্যা আরো মধ্যে আরো অনেকেই থাকতে পারেন।

নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জানান, রাতে অগ্নিকান্ডের খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিয়নে স্বজনদের জন্য আতংক বিরাজ করে। পরে ভোর থেকে নিহতের খবর আসার সাথে পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। এ পর্যন্ত আমরা ১৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। তবে এ সংখ্যা বাড়ার আশংকা করছেন স্বজনরা। কারণ এখনো অনেকের সন্ধান পাওয়া যাচ্ছেনা। রাতে অনেকের লাশ গ্রামের বাড়িতে আসবে । সকালে জানাজা শেষে নিহদের নিজ পরিবারে দাফন হবে বলে অনেক জানান।

 

পিবিএ/ইএন/হক

আরও পড়ুন...