চকবাজারে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিহত

পিবিএ ঢাকা: রাজধানীর চকবাজারে ধাওয়া খেয়ে ভবনের ছাদ থেকে পড়ে জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চকবাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এএসআই তাজুল ইসলাম জানান, সোমবার (২৪ জুন) দিনগত রাত ২টার দিকে চকবাজার পশ্চিম ইসলামবাগ ৭০/১০নম্বর বাড়ি ৬তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাতে হঠাৎ চোর চোর বলে ডাক-চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। এরপর ভবন থেকে কিছু একটি পড়ার শব্দ পেয়ে ৭০/১০নম্বর বাড়ির সামনে গিয়ে রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতর পরিবারের সঙ্গে কাছ থেকে জানতে পেরেছি, নিহত জাহাঙ্গীর স্ত্রী ও তিন সন্তান নিয়ে পশ্চিম ইসলামবাগ এলাকায় থাকতেন। তিনি পেশায় আইপিএস মিস্ত্রি ছিলেন ও পাশাপাশি ভ্যান চালাতেন।
বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গ রাখা হয়েছে বলেও জানান এএসআই তাজুল ইসলাম।

পিবিএ/বাখ

আরও পড়ুন...