চকবাজার চুরিহাট্টায় অগ্নিকান্ডে অর্ধশত দগ্ধ, বার্ন ইউনিটে রোগীদের ভীড়

দগ্ধ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে

পিবিএ,ঢামেক: রাজধানীর চকবাজার চুরি হাট্টা এলাকায় একটি ভবনে আগুনের ঘটনায় প্রায় অর্ধ অর্ধশত মানুষ দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বুধবার রাত পোনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। দগ্ধরা হলো, সেলিম (৪৫) আনোয়ার(৫০) মোস্তাফিজ(৪০), জাহিদুল(২৮), রেজাউল(২১) ও জাকির হোসেন (৫০) ইভান(৩০), মাহমুদ(৫৭), রামিম(১২), সালাউদ্দিন (৫০), মোজাফ্ফর হোসেন (৩২) সোহাগ(২৬) সোহান (৩৫) ফজর আলী(২৫), হেলাল (২৫) সুজন(৪০)।
আর আহতরা হলেন, আলআমিন (৩৫) কাউছার (৩০) জাহাঙ্গির (২৩) ছালাম (৩০) রবিউল (৪০) সালাউদ্দিন (৩৪), আনিছুর রহমান(৫০) তানজিল (১৪) রমজান (১২) সহ ৪০ জন মত আহত হয়েছে।
আহতরা জানান, চকবাজার চন্দ্র কুমার রোডের চুরি হাট্টা এলাকার ৫ তলা হাজী ওয়াহেদ মেনশনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৫ তলা ভবনটির নিচ তলায় প্লাস্টিক কারখানা। আর ২য় তলা থেকে ৫ ম তলা পর্যন্ত বাসা বাড়ি। তবে আগুন লাগার উৎস হিসেবে কেউ কেউ বিদ্যুতের ট্রান্সমিটার আবার কেউ প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে কথা জানিয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) জানান, আহতদের কয়েক জন গুরুতর আছে। জরুরী বিভাগ ও বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে। প্রায় অর্ধশত রোগী এখন পর্যন্ত হাসপাতালে এসেছে।
পিবিএ/এইচএ/জেডআই
Posted in top

আরও পড়ুন...