চকবাজার থেকে আতশবাজি ও পটকাসহ একজন গ্রেফতার

রাজধানীর চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্যসহ সাজ্জাদ হোসেন রাহাত (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে চকবাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ইংরেজি নববর্ষ-২০২৫ উদযাপনে রাজধানীকে নিরাপদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। বরাবরের মতো নিষিদ্ধ রয়েছে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ওড়ানো এবং যেকোনও ধরনের বিস্ফোরকের ব্যবহার। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহণ চক্রের সঙ্গে জড়িত সাজ্জাদ হোসেন। তারা পরস্পর যোগসাযোসে সীমান্তবর্তী এলাকা থেকে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে আসতো।’

আরও পড়ুন...