চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষনের চেষ্টা, বখাটে যুবক গ্রেফতার

পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষন চেষ্টা করার অভিযোগে হাসেম আলী ওসি নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) সিরাজগঞ্জ বখাটে যুবককে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর থেকে বখাটে হাসেম আলী ওসির পরিবার ওই স্কুল ছাত্রীর পরিবারকে হুমকী দিয়ে আসছে। স্কুল ছাত্রীর পিতা বলেন, শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের জুলকার হোসেনের ছেলে হাসেম আলী ওসি চকলেট ও আপেলের প্রলোভন দেখিয়ে গত শুক্রবার বিকেলে তার শিশু কন্যা সহ দুই শিশু কন্যাকে বাড়ির পাশ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষন চেষ্টা করার অভিযোগে হাসেম আলী ওসি নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুকে ধর্ষনের চেষ্টা
সেখানে আরেক শিশুকে ঘরের বাইরে রেখে তার শিশু কন্যাকে (৬) ঘরে মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।এসময় শিশুটি চিৎকার করলে বাইরে থাকা প্রতিবেশি শিশুটি দৌড়ে গিয়ে তার মা সহ স্থানীয়দের ডেকে আনে। বিষয়টি বুঝতে পেরে বখাটে হাসেম আলী ওসি দৌড়ে পালিয়ে যায়।
এঘটনায় গতকাল শনিবার বিকেলে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারের প্রেরন করেন। তিনি আরো বলেন, মামলা দায়েরের পর থেকে ওই বখাটে যুবকের পরিবার তার পরিবার কে হুমকী দিচ্ছেন বলে অভিযোগ করেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাসেম আলী ওসি নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়েছে।
পিবিএ/এসএলকে/আরআই

আরও পড়ুন...