চকো লাভা কেক

পিবিএ ডেস্কঃ ধরুন চকোলেট কেক খাবেন বলে চামচ দিয়ে এক টুকরো কেটেছেন। আর ভিতর থেকে বেরিয়ে আসছে গরম গলানো চকোলেট। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে চকোলেট মাখানো নরম কেক। আর ভাবনা নয়, সেই কেকই হল আসলে চকো লাভা কেক । এবং এই কেক বানানো মোটেই শক্ত কোনও ব্যাপার নয়। তাই আজই বাড়িতে চটপট বানিয়ে ফেলুন চকো লাভা কেক।

উপকরণঃ

১।ডিম–২ টি

২।চকোলেট–২০০ গ্রাম

৩।চিনি–১/২ কাপ।

৪।ময়দা–১/২ কাপ

প্রস্তুত প্রনালীঃ উপকরণগুলো ভালোভাবে মেশান। এর সাথে আধা কাপ ময়দা মিশিয়ে একটি কাপে রাখুন। পুরো মিশ্রণটি ২০০ ডিগ্রি তাপমাত্রায় ৭ মিনিট ধরে বেক করুন। পরিবেশন করুন মজাদার চকো লাভা কেক।

পিবিএ/এমএস

আরও পড়ুন...