চট্টগ্রামের মহেশখালীতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

mohes-khaliপিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রামের মহেশখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ।

১৬ ই মার্চ শনিবার বিকেলে মহেশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নেচার সাধারন সম্পাদক,আনচার উল্লাহ হেলালী। মানববন্ধনে শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করার আহ্বান জানান।

ইতিপূর্বে সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন পেয়ে আসছেন। কিন্তু গত পে-স্কেল থেকে সহকারী শিক্ষকরা চারটি গ্রেডের বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।

 

পিবিএ/জেকে /হক

আরও পড়ুন...