চট্টগ্রামের রাস্তার মোড়ে ও অলিগলিতে শীতের ভাপা, চিতইসহ সব ধরণের পিঠা বিক্রি শুরু হয়েছে। বিক্রেতারা চুলা থেকে নামাতেই বিভিন্ন শ্রেণি-পেশার ক্রেতা গরম-গরম পিঠা প্যাকেটে করে নিয়ে যান। তবে বেশির ভাগ ভোক্তাই অবশ্য পথচারী, যাঁরা আসা-যাওয়ার পথে জায়গায় দাঁড়িয়ে একা কিংবা দলবদ্ধভাবে বেশ মজা করে পিঠা খান। গুড়, নারকেল, ডিম, শুঁটকি, শর্ষেদানা, ধনেপাতা উপকরণ দিয়ে এসব পিঠার কদরও বেশি। ছবিটি চট্টগ্রাম নগরের কাজীর দেউরি এলাকা থেকে তোলা। শনিবার, ১৩ জানুয়ারী। ছবি : পিবিএ/এম ফয়সাল এলাহী

আরও পড়ুন...