চট্টগ্রামে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রামের চাঁন্দগাও মোহরা এলাকার রেললাইনে ছুরিকাঘাতে খুন হওয়া অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।

৬ জুলাই, শনিবার বিকেল সাড়ে ৪টার মোহরা এলাকার রেল লাইনের উপরে তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেন স্থানীয়রা। পরে জি আর পি পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চমেক মর্গে পাঠায়। তবে নিহত ওই তরুণীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া পিবিএকে জানান, চাঁন্দগাও থানা থেকে আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থলে সুরতহাল করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৬/১৭ বছর বয়সী মেয়েটির মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে এখানে ফেলে গেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

পিবিএ/মুছা/হক

আরও পড়ুন...