চট্টগ্রামে আন্তর্জাতিক সুফি উৎসব আগামী ২৮ ও ২৯ মার্চ

ctg-press-PBa

পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অংশীদারিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ‘হাটখোলা ফাউন্ডেশন’ এর উদ্যোগে “জীবনের জন্য সংগীত” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ ও ২৯ মার্চ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম এর জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক সুফি উৎসব উপলক্ষে এক সংবাদ সম্মেলন চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ মার্চ ) সকাল দশটায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, যেখানে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, পাশাপাশি নিশ্চিত করা হয়েছে সকল জাতিসত্ত্বার সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক বিকাশের অধিকার। বঙ্গবন্ধুর সেই চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে তৃতীয় আন্তর্জাতিক সুফি উৎসব এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে গান ও সুরের মাধ্যমে দেশব্যাপী সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি এবং সহনশীলতা বৃদ্ধি করা যা মানুষের আত্মার অন্যতম খোরাক। আধ্যাত্মিক বাউল ও লোকগানের সুরের মাধ্যমে শান্তির বাণী প্রচার যা অনেক ক্ষেত্রে মুখের ভাষায় প্রকাশ অসম্ভব।

তিনি আরো বলেন, অনুষ্ঠিতব্য সুফি উৎসবে বাংলাদেশ,ভারত,ইরান, মিশর,নেপালসহ মোট পাঁচটি দেশ অংশগ্রহণ করছে। উৎসবে বাংলাদেশ থেকে প্রায় ৫০ জন ও বিদেশ থেকে ৪১ জন সহ মোট ৯১ জন সুফি ও লোকসংগীত শিল্পী এবং সাধক অংশগ্রহণ করবে। উৎসবে অংশগ্রহণকারী মোট বিদেশি দলের সংখ্যা ৫ টি। ঢোল বাদনের মধ্য দিয়ে আগামী ২৪ মার্চ বিকাল ৩ টা ৩০ মিনিটে উৎসবের উদ্বোধন করা হবে। উৎসবের দ্বিতীয় দিনেও যথারীতি বিকাল ৩টা ৩০মিনিট থেকে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীতের সুরের মূর্ছনায় মঞ্চ মাতাবেন আসওয়াদ, ইরানের সুফি মিউজিক টিম, নেপালের কুটুম্বা,ঝুমুর, পশ্চিমবঙ্গের শিল্পী আত্রেয়ী মজুমদার,শিল্পী ফকির শাহাবুদ্দিন,বাউল শিল্পী সাহাবুল,ইকবাল হায়দার, ভারতীয় সুফি শিল্পী কবিতা শেট,তানুরা নৃত্য পরিবেশন করবেন মিশরের শিল্পী মোহাম্মদ গারেব, শিল্পী হাসান সিহাবি, ফারজানা করিম ও তার দল,দীপঙ্কর দে প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুফি উৎসব সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বাংলাদেশসহ দশটি দেশ এই সুফি উৎসবে অংশগ্রহণ করার কথা ছিল। বাজেট ও হয়েছিল ২ কোটি টাকার। পরিশেষে বাংলাদেশ সহ মোট পাঁচটি দেশ মিলে এই সুফি উৎসব উদযাপন করতে যাচ্ছে তাই আমাদের বাজেট এখন ৬০ লক্ষ টাকা।

সাংবাদিক সম্মেলনে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, এই ধরনের অনুষ্ঠান গুলোতে যদি দেশের বিত্তবান এবং বড় প্রতিষ্টানগুলো তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে অনুষ্ঠানগুলো আরো বৃহদাকারে করা সম্ভব, তাই তিনি দেশের বিত্তবানদের এবং বড় প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানান তাছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ব্যাপক প্রচারের মাধ্যমে এ অনুষ্ঠান সাফল্যমন্ডিত হবে বলে আশা প্রকাশ করেন মেয়র।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠিতব্য সুফি উৎসবে সকলের উম্মুক্ত প্রবেশাধিকার রয়েছে বলেও জানান।

পিবিএ/এফএস

আরও পড়ুন...