পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় একটি ইলেকট্রনিক পণ্যের গুদামে আগুন লেগেছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, অ্যারোমা ও সিঙ্গার ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্যের একটি গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কুমিরা ও বায়েজিদ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
পিবিএ/এফএস