চট্টগ্রাম ক্রিকেট একাডেমীতে জার্সি দিলেন ফাহিম এন্টারপ্রাইজ

fahim-anterprise-PBA

পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার স্বনামখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান ফাহিম এন্টারপ্রাইজের সত্বাধিকারী পেয়ার আহাম্মেদ এর সৌজন্যে কর্ণফুলী ক্রিকেট একাডেমী’কে জার্সি প্রদান করেছেন।

কেসিএ ক্লাসিক্যাল টি-২০ ক্রিকেট টুনার্মেন্ট-১৯ এর ফাইনাল খেলার পুর্বে শুক্রবার দুপুরে কেসিএ খেলোয়াড়দের ৩০(ত্রিশ) সেট জার্সি তুলে দেন তিনি।

কর্ণফুলী উপজেলার সাগরিকা ভেন্যুতে একাডেমির চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ফয়সাল সিফাত ও দিদারুল আলম আদি যৌথ সঞ্জালনায় সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, নেজাম উদ্দিন খান, পেয়ার আহমেদ, একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ, সিজেকেএস কাউন্সিলর হাজী হারুনুর রশিদ পাটোয়ারি, একাডেমীর চেয়ারম্যান জাহেদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও শামসুল আলম সবুজ, মোহাম্মদ জাবেদ, জালাল উদ্দীন ইকবাল, মামুনুর রশিদ পাটোয়ারী, সালাহ্ উদ্দীন সাদ্দাম, দিদারুল ইসলাম, মোরশেদুর রহমান, আরিফ খাঁন, শাকিল আহমেদ, মোহাম্মদ মুরাদ ও একাডেমীর খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/জেজে/এফএস

আরও পড়ুন...