চট্টগ্রামে চলন্ত মাইক্রোবাসে এসি বিস্ফোরণে দগ্ধ ১৬

পিবিএ,ঢাকা: চট্টগ্রামে চলন্ত মাইক্রোবাসে এসি বিস্ফোরণে ১৬ জন দগ্ধ হয়েছে । বুধবার সন্ধায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের চার জন কে আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম হতে ঢাকামেডিকেল কলেজে স্থানান্তর করা হলে বুধবার রাত ৮ টার দিকে তাদেরকে ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেকে স্থানান্তরিত দগ্ধরা হলেন জাহাঙ্গীর আলম (৩৫), আবুল কালাম (৪২), বাবা ইদ্রিস মিয়া (৫০) ও আবির ইসলাম (৪)। তাদেন বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া ধর্মপুরে।

জানা যায়, শিশু আবির এর বাবা আক্তার হোসেন (২৬) সৌদি আরব যাবেন এজন্য মঙ্গলবার সন্ধ্যায় তাকে মাইক্রো বাসে করে চট্টগ্রাম বিমানবন্দরে এগিয়ে দিয়ে যায়। এরপর তারা ওই মাইক্রোতে করে আবার বাড়িতে ফেরার সময় পটিয়ারর একটি সিএনজি পাম্প থেকে গাড়ির গ্যাস নেয়। এরপর ১ কিলো মিটার যাওয়ার পরই গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির ভিতরে থাকা ১৬ জনই দগ্ধ হয়।

পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৪জনকে উন্নত চিকিৎসার জন্যয ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসকরা।

তাদের ধারণা, গাড়ির এসির কম্প্রেশার মেশিন থেকেই এই বিস্ফোরণ হয়েছে।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক কাফি চৌধুরি জানান, জাহাঙ্গীরের ১৭ শতাংশ, কালামের ১২, ইদ্রীসেরর ২০ ও আবির ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী দগ্ধ। সবার অবস্থাই আশঙ্কাজনক।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...