চট্টগ্রামে জাহাজ থেকে ছিটকে ৪৩টি কন্টেইনার সাগরে

প্রতীকি ছবি

পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে ঢাকার পানগাঁওগামী জাহাজ থেকে ৪৩টি কন্টেইনার ছিটকে সাগরে পড়ে গেছে। রবিাবর সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাতিয়া-সন্দীপ চ্যানেলের কাছে এ ঘটনা ঘটে। জাহাজে ৮৩টি কন্টেইনার ছিল। শনিবার রাতে চট্টগ্রাম বন্দরে থেকে ৮৩টি কন্টেইনার নিয়ে জাহাজটি ঢাকার পানগাঁওয়ে যাচ্ছিল। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাতিয়া-সন্দীপ চ্যানেলের কাছে কন্টেইনারগুলো ছিঁড়ে সমুদ্রে পড়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, কনটেইনারগুলো ভাসানচরের দিকে যেতে দেখা গেছে। হাতিয়া-সন্দীপ চ্যানেলে যদি কনটেইনারগুলো দেখা যায় তবে নৌ চলাচলে নিরাপত্তার জন্য মার্কিং করে দেওয়া হবে। ওই এলাকায় নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...