চট্টগ্রামে তিন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

পিবিএ, চট্টগ্রাম– বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস কাদের চৌধুরী ও বিএনপি নেতা সামির কাদের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রবিবার দুপুরে ঋণ খেলাপির দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা।

এর আগে, বিএনপি নেতা আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড), গিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও সামির কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) থেকে তারা তিনজনই বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

পিবিএ/এমএ/এএইচ

আরও পড়ুন...