চট্টগ্রামে পোশাক কারখানায় বয়লার বিস্ফারণে আহত ২

এম,ফয়সাল এলাহী,চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ এলাকায় বাদামতলীর মোড়ে নীট টেক্স সিটিজি নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার দুইজন শ্রমিক আহত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) দুপুরে আগ্রাবাদ বাদামতলী মোড়ের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের বিপরীতে একটি ভবনের নীচতলায় এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশেম ভূঁইয়া বলেন, কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় দুই জন শ্রমিক আহত হয়েছেন। আতঙ্কের মুখে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গিয়ে চার থেকে পাঁচজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...