চট্টগ্রামে শপিং মলে আগুন

পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় নতুন উদ্বোধন হওয়া অভিজাত সুপার শপ ‘শপিং ব্যাগ’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শপিং মলটিল তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।তবে অগ্নিকাণ্ড শুরুর দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সকাল নয়টার দিকে আগুন নিভাবে সক্ষম হয়।

উল্লেখ্য, এই সুপার শপটি উদ্বোধন হয় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রতিষ্ঠানটির ২য় তলার কিছু অংশ পুড়ে গেছে।

তবে আগুনে নতুন এই শফিং মলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মার্কেটটির ব্যবসায়ীরা জানিয়েছেন।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপপরিচালক জসিম উদ্দিন জানান, এসি ডার্ক রুমের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।ক্ষয়ক্ষতি ও আগুন লাগার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে আগুন লাগার পর থেকে চট্টগ্রমের সবচেয়ে বৃহৎ এ শপিং মলটি বন্ধ রয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...