পিবিএ, ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ৯জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১০ জন। নিহতদের মধ্যে দুই নারী এবং এক শিশু রয়েছে। বুধবার রাতে ১টার দিকে উপজেলার চুনতি এলাকা জিল্লারটেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই মাইক্রোর যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর জানান, বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাইল্যার টেক এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস (হাইচ) ও চট্টগ্রাম থেকে থেকে কক্সবাজারমুখী রিলাক্স পরিবহনের নৈশকোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় হাইচ গাড়িটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে অন্তত আটজন নিহত ও চারজন আহত হন।
তবে হাইওয়ে পুলিশ চিড়িংগা ফাঁড়ির ওসি সাইদুল ইসলাম জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশু ও দুই নারীসহ আটজনের মৃত্যু হয়। আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে।লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
সাইদুল ইসলাম জানান, মাইক্রোবাসটি বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে পরিবহন করছিল। নিহতরা সবাই ওই মাইক্রোবাসের আরোহী ছিলেন।
স্থানীয় প্রতক্ষ্যদর্শী আনওয়ারুল হক জানান, আহত-নিহতরা সবাই মাইক্রোর যাত্রী। দুর্ঘটনার পরপরই রিলাক্স পরিবহন বাসের চালক পালিয়ে যায়।
পিবিএ/এএইচ