পিবিএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ইপিজেডে একটি কার্টুন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১৪টি গাড়ি। বৃহস্পতিবার (২৩মে) রাত ৮টার দিকে সিইপিজেডের এক নম্বর সেক্টরের ইউনিটি এক্সেসরিজ নামের কার্টুন ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, খবর পেয়ে আগুন নেভাতে নগরের বিভিন্ন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ১৪টি গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মোবাইল ফোনে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শিল্প পুলিশের পরিদর্শক মো. মমতাজ জানান, ইউনিটি এক্সেসরিজ নামের প্রতিষ্ঠানটির পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। কার্টুন ফ্যাক্টরি হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা কাজ করছেন।
পিবিএ/আরআই