চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সীর হাটের পাশে ভাইয়ার দিঘী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাসের ৪ জন যাত্রী নিহত ও উভয় গাড়ীর ১৭ জন যাত্রী আহত হয়েছে। আহতের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক। গুরুতর আহত এ তিনজনকে তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। রোববার সকালে ৩ ফেব্রুয়ারি এ দুর্ঘটনা ঘটে। ছবি: পিবিএ