পাকিস্তানের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৩০ রান করে বাংলাদেশ দল। পরে নিজেদের প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১৪৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে সফরকারীরা। এমন পরিস্থিতিতে সবাই-ই যেন তাকিয়ে ছিলেন, কত রানের লিড জমা করে ইনিংস ঘোষণা করবে বাবর আজমের দল। অথচ তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৮৬ রানে থামে সফরকারীরা, উল্টো লিড পায় বাংলাদেশ।
৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বস্তিতে নেই স্বাগতিক শিবিরে। ২৫ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে লিড দাঁড়িয়েছে ৮৩ রানের। হাতে ৬ উইকেট। এমন পরিস্থিতিতে আগের ইনিংসে যেভাবে প্রত্যাবর্তন করেছে দল, সেভাবেই চতুর্থ দিন ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন টাইগারদের ভারপ্রাপ্ত স্পিন বোলিং পরামর্শক সোহেল ইসলাম।
সংবাদ সন্মেলনে সোহেল বললেন, ‘এই ম্যাচের প্রথম ইনিংসেও ৪ উইকেট পড়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। ঠিক একইভাবে ১৪৫ রানে ওরা কোন উইকেট হারায়নি। তখন ফিরতে পেরেছি। তো এখন ছেলেদের মধ্যে একটা বিশ্বাস আছে যে খারাপ অবস্থা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমাদের সবাই বিশ্বাস করছে যে এখান থেকে আমরা বড় সময়ের জন্য ব্যাটিং করতে পারব। তাহলে হয়তো ফলাফল আমাদের দিকে আসবে।’
সঙ্গে যোগ করেন সোহেল, ‘নতুন বলে কীভাবে জুটি তৈরি করা যায় সেই চেষ্টা আছে। যে চ্যালেঞ্জগুলো আছে সেসব ধরে কাজ হচ্ছে, ব্যাটিং কোচ আছেন। ব্যাটসম্যানরা নিজেদের ভুলের জায়গায় কাজ করছে। এটা একটা প্রক্রিয়া। একদিনে হয়ে যাবে না, সময় লাগবে। সময়ের সঙ্গে অবশ্যই নতুন বলে ভালো কিছু সম্ভব।’
বাংলাদেশ দল প্রথম ইনিংসের শুরুতেও ব্যাট হাতে বিপদে পড়েছিল। ৪৯ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। তবে সফরকারী দলের প্রথম উইকেট ফেলতে অপেক্ষা করতে হয় দুই সেশন ১৪৬ রানের ওপেনিং জুটির পর আসে প্রথম সাফল্য। তাইজুল ইসলাম একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। তবে তৃতীয় দিন থেকেই স্পিনাররা সমর্থন পাচ্ছেন উইকেট থেকে?
তাইজুলকে কৃতিত্ব দিয়ে সোহেলের ব্যাখ্যা, ‘আজকের সকাল থেকে উইকেট যেমন ছিল তা কিন্তু স্পিনারদের জন্য খুব সহায়ক ছিল না। কিন্তু তাইজুল যে ধারাবাহিকতা, কার্যকারিতা ও যে ধৈর্য্য পুরো ইনিংসজুড়ে দেখিয়েছে এটাই ওর সাফল্যের বড় কারণ।’