পিবিএ স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারানো বাংলাদেশ এখন টেস্টেও বেশ সমীহ জাগানো দল।
বুধবার (৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। শক্তিমত্তার দিক থেকে পিছিয়ে থাকা আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে তার কণ্ঠে জয়ের ব্যাপারে দেখা গেছে দৃঢ়প্রত্যয়।
তিনি বলেন, জয়টাই গুরুত্বপূর্ণ। ভালোভাবে আর খারাপভাবে নয়। ১ রানে জিতলেও সেটি জয়, ১০০ রানে জিতলেও। ১ উইকেট হোক বা ১০ উইকেট, জয় জয়ই। জেতাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। নিজের সবটুকু দিয়ে জিততে চায় এই টেস্ট।
টেস্ট অধিনায়ক সাকিব আরো বলেন, “আমাদের চিন্তা থাকবে ম্যাচটি জেতার। সেটি যদি দু’জন সিমার অথবা ৩ সিমার নিয়ে খেলতে হয়, খেলব। ১ সিমার নিয়ে খেলতে হলেও খেলব। আমরা যেটা পরিকল্পনা করব, সেটিতেই অটল থাকার চেষ্টা করব। পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব।”
পিবিএ/মোফা