সৌম্যসহ ৪জন বাদ: দলে নতুন মুখ

চট্টগ্রাম পর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা

পিবিএ স্পোর্টস: চার পরিবর্তনে ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ঢাকা পর্বের থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার, স্পিনার মেহেদী হাসান, নতুন মুখ ইয়াসিন আরাফাত মিশু, আর শেষ দিকে দলে ডাক পাওয়া পেসার আবু হায়দার রনি।

চট্রগ্রাম পর্বের জন্য দলে ডাক নতুন মুখ লেগ স্পিনার আমিনুল বিপ্লব, তরুন ওপেনার নাঈম শেখ, ডাক পেয়েছেন ওপেনার নজমুল হোসেন শান্ত, ও দুই পেসান শফিউল ইসলাম-রবেল হোসন।

১৫ সদস্যের দল বাংলাদেশের স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।

পিবিএ/বাখ

আরও পড়ুন...