চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়নে মো.আলী সভাপতি, শামসু সাধারণ সম্পাদক

পিবিএ,হাটহাজারী: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আলী ১৪০ ভোট ও সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ পেয়েছেন ১২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান ফেরদৌস পেয়েছেন ১৫১ ভোট।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জসীম উদ্দিন চৌধুরী সবুজ। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রতন কান্তি দেবাশীষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলোকময় তলাপাত্র পেয়েছেন ১২৬ ভোট।

সহ-সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অনিন্দ্য টিটো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবসার মাহফুজ পেয়েছেন ১৩৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সবুর শুভ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ১১৫ ভোট।

অর্থ সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাশেম শাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর উদ্দিন আহমদ পেয়েছেন ১২২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম ইফতেখারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন ১৫০ ভোট।

প্রচার সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইফতেখার ফয়সাল। নির্বাহী সদস্যের একটি পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মহরম হোসাইন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট নয়টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪০৩ ভোটারের মধ্যে ৩৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...