পিবিএ,ঢাকা: ঢাকা টেস্টের চতুর্থ দিন খেলতে নেমেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের শুরুতেই সফলতা পেয়েছে বাংলাদেশি বোলাররা। সকালেই ব্রেক থ্রু এনে দেন পেসার আবু জায়েদ রাহী। মাত্র ২ রান করে রাহীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জোমেল ওয়ারিকান। এরপর কাইল মেয়ার্সও টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ৬ রানে তিনিও ফিরে গেছেন রাহীর বলে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬২ রান। তাদের লিড দাঁড়িয়েছে এরই মধ্যে ১৭৫ রান। ২৩ রান নিয়ে অপরাজিত আছেন এনক্রুমাহ বোনার এবং শূন্য রান নিয়ে ব্যাট ব্ল্যাকউড।
এর আগে ৩ উইকেট হারিয়ে ৪১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল সফরকারীরা।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল ৪০৯ রানে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৯৬ রান।
পিবিএ/এমএসএম