পিবিএ ডেস্ক : হলিউড তারকা দম্পতি কিম কার্দাশিয়ান এবং কেনি ওয়েস্ট তাদের চতুর্থ সন্তানের মুখ দেখতে চলেছেন। এই সন্তানের পৃথিবীর আলো দেখার মধ্য দিয়ে কিমের আগের সংসারে জন্ম নেয়া সব সন্তানের পিতৃত্বের আইনগত বৈধতাও পাবেন ওয়েস্ট। বিষয়টি নিশ্চিত করেছে পাশ্চাত্যের বিশ্বস্ত বার্তা সংস্থা পিপল ম্যাগাজিন।
জানা গেছে, কিমের গর্ভের সন্তাটিু পুত্র সন্তান বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে পৃথিবীর আলো দেখবে এই নবজাতক।
উল্লেখ্য, কিমের প্রথম সন্তানের নাম নর্থ। তার বয়স সাড়ে পাঁচ বছর। দ্বিতীয় পুত্র সন্তানের নাম সেন্ট। তার বয়স তিন বছর। তৃতীয় কন্যা সন্তানের মান শিকাগো। এ মাসে তার বয়স ১ বছর পূর্ণ হচ্ছে।
পিবিএ/জিজি