পিবিএ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী মৌসুমী নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, পরিবেশ খুব ভালো লাগছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। ফলাফল যা-ই হোক, মেনে নেব।
শুক্রবার শিল্পী সমিতির ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সকাল ৯ টা থেকে শুরু হয় শিল্পী সমিতির নির্বাচন। শুরু থেকে ভোট কেন্দ্রে উপস্থিত মৌসুমী। গোটা এফডিসি তিনি ছুটে বেড়াচ্ছেন। ভোটার এলেই ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন। এবারই প্রথমবার শিল্পী সমিতির ইতিহাসে নারী সভাপতি হিসেবে নির্বাচন করছেন মৌসুমী।
পিবিএ/বিএইচ