পিবিএ, বিএফডিসি : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই পিকনিক ঘিরে জমজমাট আয়োজনের পরিকল্পনা গ্রহন করেছে চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত এই সংগঠনটি। জমজমাট আয়োজনে থাকছে তারকাদের অংশগ্রহনে নাচ, গান, বিভিন্ন খেলাধুলা। আর সন্ধ্যায় থাকছে আতশবাজি ও নানা পুরস্কার বিতরনী উৎসব।
এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারন সম্পাদক জায়েদ খান বলেন, ‘গতবারের মতো এবারও মহা আয়োজনে পিকনিক অনুষ্ঠিত হবে। নাচ-গানসহ ধুম-ধারাক্কা অনুষ্ঠান থাকবে এবারও। আমাদের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। পূরনো বরেণ্য শিল্পী ও নতুন শিল্পীদের মহামিলন মেলা হবে পিকনিক ঘিরে। গতবারও আমরা সফলভাবে পিকনিক করেছি। এবারো সফলভাবে অনুষ্ঠিত হবে পিকনিক।’
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) যা এফডিসি নামেই পরিচিত, সেটি এখন ব্যস্ত বাৎসরিক পিকনিক নিয়ে। প্রতি বছরই চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ম মেনে পিকনিকের আয়োজন করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়।
আগামীকাল শিল্পী সমিতির বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও গাজীপুর মেঘবাড়ী রিসোর্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির পিকনিক। বাৎসরিক পিকনিক উপলক্ষে জমকালো আয়োজনের পরিকল্পনা করেছে চলচ্চিত্র শিল্পি সমিতি। পিকনিক উপলক্ষে এফডিসিতে দেখা গেছে একঝাঁক তারার আনাগোনা। মান্না ডিজিটাল কমপ্লেক্সে চলছে তাদের মহড়া। প্রতিদিন চলছে তাদের এই মহড়া।
পিবিএ/এমএস/জিজি