চলছে বর্ষাকাল। বাংলাদেশের বৃহত্তর বিল চলনবিল। চলনবিল অঞ্চলের মানুষ ডিঙ্গি নৌকায় যাতায়াত করছে। শনিবার দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল বিলশাতে দেখা যায় একজন মাঝি ডিঙ্গি নৌকায় দুই জন যাত্রী নিয়ে নৌকার পাল তুলে বৈঠা ধরে বসে আছে। শনিবার, ২০ জুলাই। ছবি: পিবিএ/নাজমুল হাসান নাহিদ

আরও পড়ুন...