চলতি বছরে ভারতে বন্যায় নিহত ১৬৮৫

পিবিএ ডেস্ক: চলতি বছর ভয়াবহ বন্যায় ভারতে অধিকাংশ রাজ্যে এখন পর্যন্ত ১৬৮৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো শতাধিক। বিগত কয়েক বছরের তুলনায় এ বছরের বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ১৪টি রাজ্য। এক পরিসংখ্যানমূলক প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, লাগাতার বৃষ্টি এবং সৃষ্ট বন্যার ফলে দেশের বিভিন্ন রাজ্যে এত বড় সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। বন্যার কারণে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ২২ লক্ষ মানুষ।

খবরে বলা হয়েছে, বিগত ২৫ বছর পর ভারতে চলতি মৌসুমেই বৃষ্টি হয়েছে রেকর্ড পরিমাণ। গত ১৬ আগস্ট থেকে অনবরত বৃষ্টির ফলে প্লাবিত হয়েছে দেশের ৮০ শতাংশেরও বেশি জেলা। বর্তমানে দেশে বন্যাকবলিত জেলার সংখ্যা ২৭৭টি। প্রতিবেদনটি বলছে, বিগত ১৯৯৮ সাল থেকে ২০১৭ পর্যন্ত ১৯ বছরে সারা বিশ্বে যতগুলো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তার চেয়ে বেশি বিপর্যয় ভারতে ঘটেছে এই বছরেই।

পিবিএ/বাখ

আরও পড়ুন...