চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

মনির হোসেন মাহিন,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ও ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী এম এ আজিজের উপর চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২০ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে বেলা ১২ টায় মানববন্ধন করেন তারা।

এসময় দুর্বৃত্তদের শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিভিন্ন প্লেকার্ড প্রদর্শনের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি জানান, ‘চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করুন’, ‘রেল আইন কার্যকর করুন’, ‘নিরাপদ রেল ব্যবস্থা চাই’, ‘রেল পথ কে নিরাপদ করুন’, ‘দূর্বৃত্তকারীদের চিহ্নিত করুন’, ‘দূর্বৃত্তকারীদের শাস্তি চাই’, শুধুমাত্র আইন নয় কার্যকর সমাধান চাই, ‘রেল গাড়ির বাহিরে সিসি ক্যামেরার ব্যবস্থা চাই’।

হাবিব নামের এক শিক্ষার্থী বলেন, আমরা চাই আইন পাশ করে তা বাস্তবায়নের মাধ্যমে দূর্বৃত্তকারীদের কঠিন বিচারের আওতায় আনা। যদি দূর্বৃত্তকারীদেরকে বিচারের আওতায় আনা হয় তাহলে আর কেউ দ্বিতীয়বার পাথর নিক্ষেপ করতে সাহস পাবে না। আইনের ধারা থেকে লাভ নেই যদি না তা সঠিক প্রয়োগ না হয়। সংবাদ মাধ্যমে মাননীয় রেলমন্ত্রীকে জানাতে চাই আমাদের জন্য রেল ভ্রমন নিরাপদ করুন।

হিমেল নামে এক শিক্ষার্থী বলেন, বর্তমানে রেলযাত্রায় পাথর নিক্ষেপ আতঙ্কে রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে পাথরের আঘাতে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। ট্রেনের পাথর নিক্ষেপ বন্ধ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ও ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী এম এ আজিজের উপর চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের এই ঘটনা ঘটে।

আরও পড়ুন...