সাভারে মরদেহ উদ্ধারের ২ দিন পর

চলন্ত বাসে ডাকাতিকালে রবিনকে হত্যা , আটক-৩

পুলিশ
ঘটনার সাথে জড়িত তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ

পিবিএ, সাভার(ঢাকা): সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন এলাকা থেকে রবিউল ইসলাম রবিন(২২) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধারের ২ দিন পর ঘটনার সাথে জড়িত তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।

রোববার সকালে আশুলিয়া থানার পরিদর্শক (অপরাধ) মো. তসলিম উদ্দিন ঘটনার সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন ।

পুলিশের ওই কর্মকর্তা জানান, বুধবার(২৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন এলাকা দিয়ে একটি বাসে যাচ্ছিলেন রবিন। এসময় বাসের হেলপার ও তার সহযোগীরা রবিনের মানিব্যাগের ভিতর থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । পরে রবিন টাকা দিতে না চাইলে হেলপার ও তার সহযোগীরা এলোপাতাড়ি ভাবে মারধর করে । এরপর তাদের মারধরে রবিনের মৃত্যু হয় । পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন ফাঁকা এলাকায় রবিনের মৃত দেহ ফেলে রেখে চলে আসে হত্যাকারীরা । এঘটনার সাথে জড়িত সন্দেহে শনিবার তিন পরিবহন শ্রমিকে সাভারের হেমায়েতপুর থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ ।

আটককৃতরা হলেন – সাভারে তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লার মো. নুর আলমের ছেলে সজিব হোসেন ও একই এলাকার আবদুল গিয়ানের ছেলে মো. রবিউল। খুলনার দিঘলিয়া থানার সেনাটি গ্রামের মৃত আলম খাঁর ছেলে কবির হোসেন ওরফে রুবেল,

উল্লেখ্য , বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রবিউল ইসলাম রবিন(২২) নামে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায় পথচারীরা । পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ।

পিবিএ/ লোটন আচার্য্য/জেডআই

আরও পড়ুন...