চলে গেছে রানা, রেজাল্ট দেখে কাঁদছে পরিবার ও সহপাঠী

পিবিএ,লালমনিরহাট: সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশে বইছে আনন্দ-উচ্ছ্বাস। শিক্ষার্থী ও অভিভাবকরা মিষ্টি খাওয়াচ্ছে একে অপরকে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করতেও দেখা গেছে। এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭২ পেয়েছে হোসেন আলী রানা। তবে পরীক্ষার ফল প্রকাশের ৩৬ দিন আগে মারা যায় সে।

চলে গেছে রানা
হোসেন আলী রানা

১এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় হোসেন আলী রানা (১৭)এর মৃত্যু হয়েছে। মৃত হোসেন আলী রানা, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কলেজ পাড়া এলাকার শাহেব আলীর ছেলে। জানা গেছে, রানা কালীগঞ্জের কাকিনা এম আর এম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১ এপ্রিল শিক্ষক বোনকে চাপারহাট স্কুলে রেখে মোটর সাইকেলে যোগে বাড়ি ফেরার সময় মানিক বাজার এলাকায় পৌঁছালে বালু বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে আত্মীয়-স্বজন ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা শোকাহত হয়। তার কৃতকার্যের সংবাদে নিকটতম আত্নীয় স্বজন’রাসহ সহপাঠীদের মাঝে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে।

 

পিবিএ/এএইচআর/আরআই

আরও পড়ুন...