“চলো পাল্টাই” সংগঠনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পিবিএ,নড়াইল: নড়াইলের বেসরকারি সামাজিক সংগঠন চলো পাল্টাই-এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সম্প্রতি চলো পাল্টাই সংগঠনের সদস্য আয়না রহমান ওহি সামাজিক কাজ ও অসহায়দের সহায়তার কথা বলে অনুদান সংগ্রহ করে উক্ত অর্থ আত্মসাত করেছেন বলে জানা গেছে।

জানা যায়, আয়না রহমান ওহি ফরিদপুরের সৌদী প্রবাসী ওবায়দুর রহমান আব্দুল বারীর নিকট থেকে বিভিন্ন সময়ে ৮০ হাজার টাকা নিয়ে ২৭ হাজার টাকা খরচ করে বাকি ৫৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে অভিযুক্ত আয়না রহমান ওহি সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ বিষয়ে সংগঠনটির মুখপাত্র জাকারিয়া খান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আয়না রহমান ওহি ও তার জমজ বোন আলিজা ইসলাম নিতুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ওহি ও তার বোন নিতুকে বহিষ্কার ছিল লোক দেখানো সাজানো নাটক। ঘটনার পর ওহির সমর্থকেরা ফেসবুকে বিভিন্ন ভূয়া আইডি খুলে সৌদি প্রবাসী ওবায়দুরকে হেয় ও কটূক্তি করে নানা ধরণের স্ট্যাটাস দেয়। অবশেষে তার কিছুদিন পর আয়না রহমান ওহি তার নিজের দোষ স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওবায়দুর রহমানের নিকট ক্ষমা চেয়েছেন। একইসাথে আত্মসাতকৃত টাকা ফেরৎ দেয়ার অঙ্গীকার করেছেন।

এ বিষয়ে সৌদি প্রবাসী ওবায়দুর রহমান আব্দুল বারী জানান, তারা মানবিক কাজের কথা বলে বিভিন্ন সময়ে আমার নিকট থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। তবে, তারা বয়সে তরুণ হওয়ায় মানবিক বিবেচনায় আমি তাদের ক্ষমা করে দিয়েছি।

চলো পাল্টাই সম্পর্কে অনুসন্ধানে নেমে আরও জানা যায়, কিছুদিন আগে সংগঠনটির মুখপাত্র জাকারিয়া খানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। যার সুরাহা হয়েছিল সালিশ বৈঠকের মাধ্যমে। এছাড়া জাকারিয়া খান বিভিন্ন সময়ে নড়াইলের হাসপাতাল ও ক্লিনিকে রক্ত দিতে আসা ব্যক্তিদের ছবি তুলে নিজ সংগঠনের আইডি ও পেজে পোস্ট দিয়ে নিজেদের নামে চালিয়ে দিয়ে থাকেন।

নড়াইলের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উক্ত সংগঠনটির এসব অপকর্মের বিচার চেয়ে প্রশাসনকে ব্যবস্থা নেবায় দাবি জানিয়েছেন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...