চাঁদপুরের মোঘনায় পুলিশের উপর জেলেদের হামলা

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছেপিবিএ,চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশের এক সদস্য নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ সদস্য কনস্টেবল মোশারফ হোসেন নিখোঁজ রয়েছেন।হাইমচর থানার ওসি শেখ মহসীন আলম জানান, হাইমচরের চরকোড়ালিয়ায় রাতে ট্রলারযোগে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে পুলিশ অভিযান চালায়। পথিমধ্যে হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদীর পাড়ে পুলিশকে দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা হামলা চালায়।

তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও পুলিশ সদস্য মোশারফ নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ডুবুরি ও পুলিশ ও নৌ-পুলিশ নদীতে খোঁজ করলেও এখনও মোশারফকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পিবিএ/এমআর/আরআই

আরও পড়ুন...