চাঁদপুরে আওয়ামীলীগ অফিসে হামলা; বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

পিবিএ,চাঁদপুর: চাঁদপুরের ফরিদঞ্জের দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ৮টার সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

জানাযায়, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা ইফতারি পরে অফিসে চা চক্রর চলাকালীন সময় ২০/৩০জন লোক এসে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামীলীগ অফিসে হামলা করেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়ন উপদেষ্ঠা শাহাজান পাটওয়ারী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামসহ বাঁধাদিলে তারা গালমন্দ করে, অফিস ভাংচুর করে বর্তমান সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমানের নামে বাজে মন্তব্য করে থাকে। এ ঘটনায় শাহাজান পাটওয়ারী গুরুতর আহত হন। পরে স্থানী লোকজন ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

আহত শাহাজান পাটওয়ারী পিবিএ’কে বলেন, আমরা কয়েকজন মিলে অফিসে চা খাচ্ছিলাম । হঠাৎ করে তারা আমাদের অফিসের উপরে হামলা করে। এবং বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে থাকেন। পরে আমি ঘটনাটি থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে আসে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী পিবিএ’কে বলেন, ঘটনাটি একটি নেককারজনক ঘটনা। আমি থানা পুলিশকে বলেছি। দ্রুত তদন্ত করে অপরাধিদে বিচার দাবি করছি।

ফরিদগঞ্জ থানার এসআই অনুমং মারমা পিবিএ’কে বলেন, আমি ঘটনাটি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি । এবং কিছু আলামত সংগ্রহ করেছি। ঘটনার তদন্ত চলছে।

পিবিএ/এমএ/হক

আরও পড়ুন...