পিবিএ,চাঁদপুর: চাঁদপুরে ইভটিজিং এর অপরাধে পুলিশের হাতে আটক শিপন (১৮) নামে এক তরুণকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর সাড়ে ৩টায় চাঁদপুর মডেল থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমরান হোসেন সজিব। পুলিশ জানায়, সদর উপজেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থীকে প্রায়ই উত্যক্ত করতো শিপন। শনিবার দুপুর সাড়ে ১২টায় সময় ঐ ছাত্রীকে উত্তক্ত করায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়।
পরে মডেল থানার এসআই সফিকুল ইসলাম পিপিএম অভিযুক্ত শিপনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। পরে বিচারক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। চাঁদপুর মডেল থানার ওসি পিবিএকে জানায়, কোন স্কুল কলেজের শিক্ষার্থী আসা যাওয়ার পথে ইভটিজিং এর শিকার হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
পিবিএ/এমআর/আরআই