চাঁদপুরে চাল ওজনে কম দেবার প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

 

পিবিএ, চাঁদপুর : ত্রাণ ও ভিজিডির চাল ওজনে কম দেবার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসি।
বৃহস্পতিবার দুপুরে ৬ নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মানিকের বিরুদ্ধে এ বিক্ষোভ করেন।

ত্রাণ, ভিজিডি ও জেলেদের চাল কম দিয়ে বাকি চাল চুরি করার প্রতিবাদে চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভরত কয়েকজন জেলে জানান, জেলেদের চার কিস্তি চালের মধ্যে তিন কিস্তিতে চাল ২০ থেকে ২৫ কেজি চাল দেয়া হয়েছে। হিসেব অনুযায়ী ২৯ কেজি চাল পাওয়ার কথা থাকলেও প্রত্যেক জেলে পাঁচ থেকে ছয় কেজি চাল কম পেয়েছেন। বাকি চাল চুরি করে অন্য জায়গায় বিক্রি করা হয়েছে।
জানা গেছে, মহামারী করোনা ভাইরাসের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন বাসিকে ২০ কেজি করে চাল দেওয়ার নির্দেশনা দেয়।
ইউনিয়নের হতদরিদ্রদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নেওয়া হলেও চেয়ারম্যান তার মনোনীত ও স্বজনপ্রীতি দেখিয়ে বিএনপি’র লোকজনদের নামের তালিকা পাঠিয়েছেন।
ইউনিয়ন আ’লীগের সভাপতি লিটন সরকার জানান, বিএনপি’র মনোনীত চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক তার মনগড়া ভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন। সরকারি কোনো সুযোগ-সুবিধা ইউনিয়ন বাসী পাচ্ছেনা। ইউনিয়নের জেলেদের চাল কম দেওয়ার কারনে জেলেরা এসে বিক্ষোভ করেন। আজ জেলেদের চাল দেওয়ার কথা বলে চেয়ারম্যান নিজে ইউনিয়ন পরিষদে না আসায় ভুক্তভোগী হতদরিদ্র পরিবারে বিক্ষোভ করেন এবং চাল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
এদিকে অভিযুক্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, দুপুর একটা থেকে চারটা পর্যন্ত চাল দেওয়া হবে। আমার বিরুদ্ধে বিক্ষোভ করেছে তা আমার জানা নেই । আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
পিবিএ/মোঃ মিজানুর রহমান/এমএ

আরও পড়ুন...