চাঁদপুরে জেলেদের ফাঁদ ফাঁস!


পিবিএ,চাঁদপুর: পদ্মা নদীতে খাল কেটে জাটকা ধরতে জেলেদের ফাঁদ ফাঁস হয়ে গেছে। চাঁদপুরের রাজ রাজেশ্বর ইউনিয়নের দেওয়ানগো বাজার সংলগ্ন স্থানীয় আড়তদার ও কিছু সংখ্যক জেলে মিলে পদ্মা নদীতে খাল কেটেছে। তারা জাটকা অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেলেই এই খালে নৌকা নিয়ে লুকিয়ে যেতো।

গত কয়েকদিনে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বলের নেতৃত্বে কোষ্টগার্ড ১০ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৭ জনকে ১ বছর করে কারাদন্ড ও নাবালক হওয়ায় ৩ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অতি সাম্প্রতিক এই খালটি কেটেছে ওরা। খালের দুইদিকে প্রায় ৭-১০ ফুট উঁচু ব্যাংকার। দিনের বেলায় এই খালে নৌকাগুলো লুকিয়ে রাখে। রাতে বের হয়। দিনে বা রাতে অভিযানের সময় ধাওয়া দিলে এখানে নৌকা লুকিয়ে রেখে ওরা মাটির ব্যাংকারের পিছনে লুকিয়ে অভিযান/মোবাইল কোর্টের লোকজনের উপর ইট পাটকেল ও মাটির ঢিলা বৃষ্টির মতো নিক্ষেপ করে। শুক্রবার রাতেও এমন আক্রমণের শিকার হতে হয়েছে। এদের রণ প্রস্তুতি দেখে অবাক বিস্ময়ে নির্বাক হবার মতো অবস্থা।

তিনি আরো বলেন, শনিবার দুপুরে ওই এলাকার লোকজনকে জড়ো করে বুঝানো হয়। ব্যাংকার সংলগ্ন ২টি আড়ত পুড়িয়ে ধ্বংস করা হলো। ওইসময় প্রায় ২০ হাজার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক, নৌ পুলিশের ইনচার্জ আবু তাহের, নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সদস্যবৃন্দ।

পিবিএ/এএইচ/এমএসএম

আরও পড়ুন...