চাঁদপুরে বাস অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৪

পিবিএ,চাঁদপুর: চাঁদপুরে যাত্রীবাহি বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অটোরিক্সা যাত্রী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার সরদার বাড়ির তাজুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন।

নিহতের পিতা তাজুল ইসলাম পিবিএকে জানান, ইমরান ঢাকায় ইসলামি ব্যাংকে চাকরি করতো। ভোরে তার ভাগনি আনিকাকে নিয়ে চাঁদপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর মডেল থানার এস আই রেজাউল পিবিএকে জানায়, চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা পরিবহনের যাত্রীবাহি বাস ঘোষেরহাট বটতলা এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং ওই স্থানে ৪ জনের মধ্যে ৩ জনকে চাঁদপুর সরকারি হাসপাতলে পাঠানো হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন এক ঘন্টা চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। পরে আমরা এসে যানবাহন চলাচল স্বাভাবিক করি।

চাঁদপুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসব তৌহিদুল ইসলাম পিবিএকে জানান, দুর্ঘটনায় আহত আনিকা (১০), রতন (৩০) ও জুয়েল (৩৫) এর অবস্থা খুবই আশংঙ্খা জনক দেখে আমরা দ্রুত ঢাকায় রেফার করেছি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ পিবিএকে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একজন যাত্রী নিহত হয়েছে এবং আরো ৪ জন যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন। আমরা নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করি।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...